চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা পুলিশ মাদক অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক ১

 চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। গোপন ভিক্তিতে । এস আই ওসমান গনি, এস আই ইমামুল সঙ্গীয় ফোর্স নিয়ে , সোমবার আনুমানিক রাত আট ঘটিকার সময় জীবন নগর থানাধীন পিচ মোড় নামক স্থান হতে ৩০ বোতল ফেন্সি সহ একজন কে আটক করে। জীবননগর সীমান্ত ইউনিয়ান গয়েশপুর স্কুল পাড়ার মোঃ খলিলুর রহমান (৩৫)পিতা মোঃ সামাদ মল্লিকের ছেলে কে আটক করেন। জীবননগর থানার ইনচর্জ মোঃ সাইফুল ইসলা জানান আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা নং ০৪ তাং ০২/১১/২০২০ ইং ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মরনীর ১৪ (খ) রুজু করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *