চুয়াডাঙ্গা জেলায় দামুড়হুদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা,

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কার্যক্রম শুরু করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্হ্যবিধি মেনে উৎসব পালন করার জন্য সবাইকে অবগত করেন।
উল্লেখ্য, এবার পূজার সময় শুধু ভক্তিমূলক সংগীত বাজানো যাবে, অন্য কোন গান বাজানো থেকে বিরত থাকতে হবে এবং পূজা উপলক্ষে কোন মেলার আয়োজনও করা যাবে না।
মানবিক সহায়তা (জি.আর) কর্মসূচীর আওতায় দামুড়হুদায় আসন্ন শারদীয় দূর্গা ২০২০ উদযাপন উপলক্ষে ২২ টি পুজা মন্ডপে ৫০০ কেজি হারে ১১ মেঃ টন চালের ডি.ও সংশ্লিষ্ট মন্ডপের সভাপতিগণকে বুঝিয়ে দেওয়া হয়।
উক্ত সভায় পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে এবং আইন শৃংখলা পরিস্হতি স্হিতিশীল রেখে উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন সহ শারদীয় দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *