চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও পুষ্প অর্পন করেন


আজ ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয় চুয়াডাঙ্গা থেকে। সেই কারনে প্রতি বছর ধারাবাহিকতায় এই দিবসটি পালন করেন। আজ সোমবার ৭ই ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপারে পক্ষে থেকে শহীদ মিনারে পুষ্প অর্পন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সহ শহীদের প্রতি দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ চুয়াডাঙ্গা জেলার পুলিশ কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক,ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।