চুয়াডাঙ্গায় পদশোভা ভবন মার্কেটে LOTTO ফ্র্যাগশিপ আউটলেট শুভ উদ্বোধনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

 চুয়াডাঙ্গা সদর চৌরাস্তার মোড় পদশোভা ভবন মার্কেটে LOTTO ফ্র্যাগশিপ আউটলেট শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম শনিবার সকাল সাড়ে ১১ টার সময় পদশোভা ভবন মার্কেটে LOTTO ফ্র্যাগশিপ আউটলেট শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে লোটো আউটডোর ম্যানেজার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে। এ সময় চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে পদশোভা ভবন মার্কেটে লোটো আউটলেটের ভিতরে বিভিন্ন স্যান্ডেল প্যান্ট শাট ও হরেক রকমের জিনিস পত্র ঘুরে ফিরে দেখেন এবং সকলকে করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতন করতে মাস্ক পরিধান করে চলাফেরা করার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সহ সদর থানা পুলিশের সদস্যরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *