চুয়াডাঙ্গার নীচের বাজারে ভ্রাম্যমাণ অভিযান,৪টি দোকানে আট হাজার টাকা জরিমানা।


চুয়াডাঙ্গার বড় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মুদিখানা দোকান, চাউল ও সবজি দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা কালে চার টি প্রতিষ্ঠানে আট হাজার টাকা জরিমানা করা হয়। আজ সোমবার (৯ই নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক মহোদয়ের,নির্দেশনায় চুয়াডাঙ্গা বড় বাজারে অভিযান চালিয়ে মুদি দোকান ও কাঁচামাল বেশী দাম নেওয়ার কারণে জরিমানা করেন। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গার বড় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মুদিখানা দোকান, চাউল ও সবজি দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ মুল্য বিহীন অনুমোদিত পণ্য ও শিশু খাদ্য বিক্রয় এবং পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না থাকায় ০৪টি প্রতিষ্ঠানকে ৮,০০০/- টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্যরা। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক জনাব সজল আহমেদ।