চুরি হওয়া ৬টি (স্মার্ট ফোন) মোবাইল ও ১টি ল্যাপটপসহ ০৩ (তিন) শীর্ষ আন্তঃজেলা চোর গ্রেফতার

বরিশাল প্রতিনিধি- গত ২০শে আগষ্ট বৃহস্পতিবার (B.M.P) বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার, উওর কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ খায়রুল আলম এ-র সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আটক কৃতরা হলেন -মোঃ মনির হোসেন(৪৮), মোঃ রাসেল হাওলাদার(৩০) ও মোঃতাজুল হাওলাদার(২৪)। গত ২৪ জুলাই গভীর রাতে কাউনিয়া থানার এ.এস.আই শহিদুল ইসলাম এর কাশীপুর শাহ্পরান সড়কের বাসা থেকে ১টি ল্যাপটপ ও ১ টি স্যামসাং মোবাইল চুরির ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলাসূএে জানা গেছে, এস.আই দিপায়ন বড়াল ও তার সঙ্গীও অফিসার বৃন্দ তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গত ১৯শে আগষ্ট রাতে বটতলা মনসুর কোয়ার্টার এলাকা থেকে ৫ টি চোরাই মোবাইলসহ শীর্ষ চোর মনির হোসেন (৪৮)কে আটক করে তার দেয়া তথ্য অনুযায়ী বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর ও লোচনাবাদে অভিযান চালিয়ে ১টি চোরাই মোবাইলসহ রাসেল হাওলাদার(৩০) ও ১টি চোরাই ল্যাপটপসহ তাজুল হাওলাদার(২৪)কে আটক করেন। উপ-পুলিশ কমিশনার (উওর)বলেন, অনাকাঙ্ক্ষিত এসব চুরি বন্ধে সন্মানিত বাড়িওয়ালাদের সি.সি.টি.ভি ক্যামেরা স্থাপনের জন্য অনুরোধ জানান আর একই সাথে নগর বাসীর উদ্দেশ্যে বলেন কারো চলাফেরা সন্দেহভাজন মনে হলে জরুরী ভিওিতে ৯৯৯ কল অথবা স্থানীয় থানায় মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *