চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ২০২০ সালের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারী গনের ২০২০ সালের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আজ সোমবার ৯ নভেম্বর সকাল সাড়ে ৯ টার সময় কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণের ২০২০ সালের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষার সভাপতি দ্বায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার (সদস্য, রেঞ্জ কার্যালয় কর্তৃক মনোনীত), সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জনাব মোঃ আবু রাসেল (সদস্য), আরআই, পুলিশ লাইন, চুয়াডাঙ্গা জনাব আহম্মদ আলী (সদস্য)। উক্ত বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষায় কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে ২৪জন এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ০৪জন পুলিশ সদস্যদের প্যারেড পরীক্ষায় অংশ গ্রহণ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *