চিলমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে মহিলা কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম।

চিলমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে রেসিয়া বেগম (৫০) মহিলা কে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত জনিত অবস্থায় বর্তমানে তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

১২ই ফেব্রুয়ারি রবিবার বেলা ১১টায় চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরান উত্তর পাড়া গ্রামের মোঃ রবিউল চৌধুরীর স্ত্রী রেসিয়া বেগম (৫০) মহিলা কে কোদাল দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। প্রত্যদর্শীদের ভাষ্য মতে, মোঃ রবিউল চৌধুরীর নিজ জমিতে একটি চারা (মালটা) গালিয়ে ছিল । কিন্তু জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী সায়েন উদ্দিন শেখ এর ছেলে সাজেদ শেখ ঐ চারা গাছ উপড়ে ফেলে। এসময় গাছের মালিক রবিউল চৌধুরীর স্ত্রী রেসিয়া বেগম তাকে গাছ উপড়ে ফেলতে বাধা প্রদান করলে তারা উত্তেজিত হয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতে থাকা কোদাল দিয়ে সাজেদ শেখ রেসিয়া বেগমের মাথায় স্ব জোরে আঘাত করে। মাথায় আঘাতের পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্ত্যব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করে ।

ভুক্তভোগীর স্বামী ঘটনার বরাত দিয়ে বলেন, ‘আমাদের বাড়ির এই জমি নিয়ে সাজেদ শেখ এর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। তারা আজ (রোববার) আমার স্ত্রীকে পিটিয়ে জখম করেছে। তারা প্রভাবশালী হওয়ায় মামলা দিতেও ভয়ভীতি দেখাচ্ছে।

আহত রেসিয়া বেগম এখনো অজ্ঞান অবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *