বাগেরহাটের চিতলমারী উপজেলার বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বøক-বাটিক ও প্রিন্টিং বিষয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৫ মার্চ) সমাপ্তি হয়েছে। এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন নারী অংশগ্রহণ করেন। জাইকার সহায়তায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, সমাজের বেকার যুব-নারীদের হাতে-কলমে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে তারা এই প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা আত্ম-কর্মসংস্থান করতে পারে।
এদিন বিকাল তিনটায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, জাইকার ইউডিএফ-ইউজিডিএফ প্রকল্পের প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রমূখ।