চিতলমারী পুলিশের সচেনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশের উদ্যোগে সচেনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদর বাজারসহ বিভিন্ন এলাকার ভ্যান চালক, যাত্রী, শ্রমিক ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান নিজ হাতে সকলের মুখে মাস্ক পরিয়ে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, সেকেন্ড অফিসার সঞ্জয় দে, এস আই গোপাল কুমার ঘোষ, অমিত কুমার মন্ডলসহ থানার পুলিশ অফিসার ও সদস্যগন।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগর, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাফা, সাংগঠনিক সম্পাদক দেবাষিশ বিশ্বাস, সদস্য টিটব বিশ্বাস, সাংবাদিক মোঃ মিরাজুল শেখ, সৈকত মন্ডল ও সাগর মন্ডল প্রমূখ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান গত শুক্রবার (৭ মে) চিতলমারী থানায় যোগদান করেন। এ দিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *