চিতলমারী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন


বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১ টায় চিতলমারী সবুজ সংঘ ক্লাব সেমিনার হলে এ সভা হয়। সভায় চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগরের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য এ কার্য-নির্বাহী কমিটি গঠন করা হয়।
১৪ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হন দৈনিক আমার সংবাদ এর চিতলমারী প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস দেব ও সাধারণ সম্পাদক দৈনিক বাংলার নবকণ্ঠের স্টাফ রিপোর্টর শহিদুল ইসলাম সোহেল। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি শেখর ভক্ত (ইত্তেফাক), পংকজ রায় (সাপ্তাহিক একতা), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল সুলনতান মানু (দৈনিক খুলনা), সাংগঠনিক সম্পাদক টিটব বিশ্বাস (দৈনিক সমাজের কথা), দপ্তর সম্পাদক খান হাফিজুর রহমান (দৈনিক মানবজমিন), কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম (দৈনিক খুলনাঞ্চল) নির্বাহী সদস্য সেলিম সুলতান সাগর (একাত্তর টিভি), পংকজ মন্ডল (দৈনিক সমকাল), শফিকুল ইসলাম সাফা (দৈনিক যুগান্তর), প্রদীপ মÐল ( আমাদেরসময়) মোঃ তাওহিদুর রহমান বাবু (দৈনিক পূর্বাঞ্চল), কপিল ঘোষ (দৈনিক কালেরকণ্ঠ)।