প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ
চিতলমারীর বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা
বাগেরহাটের চিতলমারীর বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকদের নিয়ে নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারী) বেলা ৩ টায় বিদ্যালয় চত্ত্বরে এ সভা শুরু হয়। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহমান গাজী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. কাওছার গাজী, বিদ্যালয়ের সাবেক সভাপতি গাজী শহর আলী, ইউপি সদস্য মেহেদী হাসান সবুজ মুন্সী, মা ক্লিনিকের পরিচালক গাজী মিজানুর রহমান।
এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তী মিস্ত্রী, সহকারী প্রধান শিক্ষক দেবাশীষ ম-ল, ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য চিন্ময় ম-ল, আতিয়ার রসুল শেখ, মোঃ ফয়জুল হক কাজী, শান্তি রঞ্জন ম-ল, স্বান্তনা বেগমসহ বিদ্যালয়েল শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সদস্যেদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হক টিপুকে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়। এ ছাড়াও বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত