চিতলমারীর বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মনীন্দ্র নাথ বোস

বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাগেরহাট সরকারী পিসি কলেজের প্রাক্তন অধ্যাপক মনীন্দ্র নাথ বোস (৭৭) শুক্রবার সন্ধ্যার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার (৭ আগস্ট) সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁকে নিজ বাড়িতে সমাধিস্থ করা হয়। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার তাঁর আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *