চিতলমারীতে স্বপ্নের ঠিকানা পেলেন ১৭ পরিবার
বাগেরহাটের চিতলমারীতে স্বপ্নের ঠিকানা বুঝে পেলেন গৃহহীন ও ভূমিহীন ১৭ পরিবার। শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় উপজেলার ১৭ পরিবারের হাতে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। এতদিন যাদের নিজেদের জায়গা ছিলনা, ছিলনা মাথা গোঁজার নিজস্ব ঠিকানা, তারা আজ জমিসহ ঘরের মালিক হয়েছেন। এ যেন এক আনন্দঘন পরিবেশ।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চণা দেবী বড়াল ঝর্ণা, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবুসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারাদেশে একযোগে অনলাইনের মাধ্যমে প্রায় ৭০ হাজার পরিবারকে বসতঘর প্রদানের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে এই ঘর দেয়া হয়েছে। চিতলমারী সদর ইউনিয়নের বাসিন্দাদের দুইশতক জমিসহ এই ১৭ টি ঘর দেয়া হয়। #