চিতলমারীতে সাংবাদিক পংকজ ও প্রদীপ মন্ডলের পিতার পরলোকগমন
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল ও সাবেক সভাপতি পংকজ মন্ডলের পিতা হরিপদ মন্ডল (১০৫) পরলোকগমন করেছেন। রবিবার (২১ মার্চ) দুপুর ২ টায় বার্ধক্যজনিত কারণে তিনি শ্যামপাড়া গ্রামের নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর স্ত্রী, ৩ ছেলে ও অসংখ্য গুনাগ্রাহী রয়েছে। এদিন সন্ধ্যায় বাড়ির আঙ্গিনায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
হরিপদ মন্ডলের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সুখময় ঘরামী, সাধারন সম্পাদক পীযুষ কান্তি রায়, যুগ্ম-সাধারন সম্পাদক শামিম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, প্রচার সম্পাদক এস এম এ সোয়েল মোল্লা, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডল, সাধারন সম্পাদক রজিৎ কুমার বাড়ৈ, চিতলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবীন হীরা, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এস সাগর, বর্তমান সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ বিশ্বাস, সাবেক সাধারন সম্পাদক শেখর ভক্ত, শফিকুল ইসলাম সাফা, নির্বাহী সদস্য কপিল ঘোষ, সদস্য টিটব বিশ্বাস, সোহেল সুলতান মানু, পংকজ রায় ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।