বাগেরহাটের চিতলমারীতে দেশ ব্যাপী চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ৩ টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি-ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে চিতলমারীর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ পীযূষ কান্তি রায়ের সঞ্চালণে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, শেখ বাদশা মিয়া, যুগ্মা-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, জেলা আওয়ামী যুবলীগ সদস্য মো. রাশেদ শেখ পুকুল, উপজেলা আওয়ামী যুবলীগের আহŸায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, য্গ্মু-আহŸায়ক শেখ মাহাতাবুজ্জামান ও সকল ইউনিয়নের চেয়াম্যান, ও আওয়ামী লীগ-সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নের্তৃবৃন্দ। এ সময় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা হিন্দু, মুসিলম, খ্রিষ্টানসহ সকল ধর্মের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। #