বাগেরহাটের চিতলমারীতে ৫০তম সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (০৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশানার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম লিটন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সমবায়ী পুষ্প রায়।
সভাটি সঞ্চালনে ছিলেন চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম কুমার দাশ।