প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ
চিতলমারীতে সংঘর্ষে তিন নারীসহ আহত-৫
বাগেরহাটের চিতলমারীতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা বেলা সাড়ে ১১ টার দিকে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ আহতদের খোঁজ-খবর নিয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
আহত আছোরা বেগম (৪০) জানান, তিনি ঘোলা গ্রামের তাসলিমা বেগম ও হাসিনা বেগমের কাছ থেকে ১৩ শতক জমি ক্রয় করেছেন। সোমবার সকালে সেই জমি দেখতে গেলে ঘোলা গ্রামের রেজওয়ান মোল্লার নেতৃত্বে ৬ থেকে ৭ জন লোক তাঁদের উপর হামলা করে। হামলায় তিনি ও তাঁর মেয়ে মিম আক্তার (১৯) এবং মামা সমশের ফকির (৪৮) গুরুতর আহত হন।
রেজওয়ান মোল্লা (৪২) বলেন, সকালে আমাদের ভোগদখলীয় ৩০ শতক জমিতে আছোরা বেগমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক দখল নিতে আসে। এ সময় বাধা দিলে হমলাকারীরা আমাকে ও আমার মা আম্বিয়া বেগম (৬৫) কে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। #
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত