বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জেষ্ঠ্য সন্তান শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে ১০ টা উপজেলা পরিষদ সেমিনার হলে এক ভার্চুয়াল আলোচনার সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষধ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ বীরমুক্তি যোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ। এ ছাড়াও জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।