চিতলমারীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বাগেরহাটের চিতলমারীতে ৭ বছরের এক কন্যা শিশুকে যৌন পীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন। পুলিশ ওই মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে। (রবিবার ১ আগস্ট) বিকেলে উপজেলার চিংগুড়ী দক্ষিণপাড়া জামে মসজিদের মধ্যে ইমামের রুমে যৌন পীড়ন ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মোড়েলগঞ্জ উপজেলার চিপাবারইখালী গ্রামের ওমর আলীর ছেলে ও বাগেরহাটের চিতলমারী উপজেলার চিগুড়ী হাফেজিয়া মাদ্রসার শিক্ষক এবং চিংগুড়ী দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম।

শিশুটির মা জানান, গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক তাদের মসজিদে ইমামতি করেন ও শিশুদের আরবী পড়ান। এই সুযোগে (১লা আগস্ট) রবিবার বিকেলে মসজিদের মধ্যে ইমাম সাহেবের থাকার রুমে নিয়ে মেয়েটিকে যৌন পীড়ন ও ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাসায় এসে তার নানীকে বিষয়টি বলে দেয়।

এ ব্যাপারে চিতলমারী থানার ওসি তদন্ত মো. ইকরাম হোসেন জানান, সাত বছরের কন্যা শিশুকে যৌন পীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে তাঁর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ-০৪/০৮/২০২১ইং। আসামীকে গ্রেফতার করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *