চিতলমারীতে শিক্ষা অফিসে দরখাস্ত করায় হামলা, আদালতে মামলা

 বাগেরহাটের চিতলমারীতে মাধ্যমিক শিক্ষা অফিসে দরখাস্ত করায় মিল্টন খান নামের এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছে স, ম, ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে, এম, রাজু আহম্মেদ।

এ ঘটনায় মো: মিল্টন খান বাদী হয়ে বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলা করেছেন।

মামলা সূত্রে জানাগেছে, গত ২৯ নভেম্বর ২০২০ কলাতলা ইউনিয়নের স, ম, ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ে একটি নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে গঙ্গাচন্না গ্রামের বদরুজ্জামান খানের পুত্র মো: মিল্টন খান (৪৩) চিতলমারী শিক্ষা অফিসে একটি দরখাস্ত আনায়ন করেন।

ওই দরখাস্তের জের ধরে ২৫ জানুয়ারী ২০২১ বিকাল ৫টায় কে, এম, রাজু আহম্মেদ (৫০) সহ পূর্ব থেকে ওৎ পেতে থাকা ২/৩ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উপজেলার কলাতলা গ্রামের কামাল খানের বাড়ির দক্ষিন পাশে কাঁচা রাস্তার ওপর মিল্টনকে একা পেয়ে চলার গতিরোধ করে খুন জখম করতে উদ্ধত হয়। এসময় মিল্টনের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসতে দেখে মিল্টনকে জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মো: মিল্টন খান বাদী হয়ে ২৬ জানুয়ারী ২০২১ তারিখে বাগেরহাট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌ: কা: আইনের ১০৭ ও ১১৭ (গ) ধারামতে একটি মামলা রুজু করেন। এ বিষয়ে কে, এম, রাজু আহম্মেদের ০১৭১৬-৪৯৫৩২৫ নন্বরে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন মর্মে জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *