চিতলমারীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা


বাগেরহাটের চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজের নব গঠিত পরিচালনা পরিষদের পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা’র আঞ্চলিক প্রধান এ এস এম আব্দুল হক।
কলেজ অধ্যক্ষ স্বপন কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি (টিআর) প্রদীপ মন্ডল সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
প্রদীপ মন্ডল আরও জানান, সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৩ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান,
উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক মামুন হাসান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ কেরামত আলী ও শেখ শামীম আনোয়ার বাবু প্রমূখ। #
সুবল কর্মকার
চিতলমারী, বাগেরহাট
০১৭১১-৪৮২০০৭।