বাগেরহাটের চিতলমারীর সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) দুপুর ১ টায় সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সজল কান্তি বাড়ৈ’র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শ্রীবাস রায়ের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
আগে দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রসুল মাঝি, সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আবু শাহীন, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক রেজাউল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মতিয়ার রহমান, শহিদ শেখ, জামাল মুন্সী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৯ ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সর্বসম্মতিক্রমে সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে সজল কান্তি বাড়ৈ ও সাধারণ সম্পাদক হিসেবে হানিফ মল্লিক নির্বাচিত হয়।