চিতলমারীতে যুবককে নির্মম নির্যাতনের ঘটনায় মানববন্ধন, মামলা দায়ের, আটক-২
বাগেরহাটের চিতলমারীতে সাধন ঢালী (২৮) নামের যুবককে মুখ ও হাত-পা বেধে নির্মম নির্যাতনের ঘটনায় এলাকাবাসি মানববন্ধন করেছেন। বুধবার (১ জুন) বিকেল ৪ টায় উপজেলার সদর ইউনিয়নের পাগল বাজারে এ মানববন্ধন হয়। এ সময় প্রায় দেড় হাজার মানুষ বর্বরোচিত এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভা হয়। পথ সভায় বক্তব্য রাখেন, চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য গৌতম বিশ^াস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উমা রানী মন্ডল, ডেডেন ব্রহ্ম ও মাজারুল ইসলাম প্রমূখ।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৭ টার দিকে প্রতিবেশী রাজ্জা মোল্লার ছেলে টুটুল মোল্লা ও তাঁর শ্যালক কলিগাতি গ্রামের আকরাম শেখের ছেলে মাহমুদ শেখ জোরপূর্বক সাধন ঢালীকে ধরে নিয়ে যায়। পরে তাঁরা টুটুলের রুইয়ারকুল গ্রামের পাকা বাড়ির একটি রুমের মধ্যে নিয়ে মুখ, হাত ও হাত-পা বেধে হাতুড়ী এবং লোহার রড দিয়ে পিটিয়ে এক ঘন্টা যাবৎ নির্যাতন চালায়। খবর পেয়ে গ্রামবাসিরা একত্রিত হয়ে গুরুতর আহত অবস্থায় সাধনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত সাধন ঢালী উপজেলার সদর ইউনিয়নের রুইয়ারকুল গ্রামের মৃত হরবিলাশ ঢালীর ছোট ছেলে ও লাইফ কেয়ার বøাড ব্যাংকের সভাপতি। এ ঘটনায় আহতর বড় ভাই ভজন ঢালী বাদী হয়ে বুধবার থানায় (২ নং) একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার দুই আসামীকে গ্রেফতার করেছেন।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) শেখ লিয়াকত জানান, সাধন ঢালীকে নির্যাতনের ঘটনায় তাঁর বড় ভাই বাদী হয়ে অভিযোগ দিলে মামলা রুজ্জু করা হয়েছে। মামলার এজাহার নামী আসামী মেজবা হাসান (২২) ও হাসিব শেখ (১৯) কে গ্রেফতার করা হয়েছে।