বাগেরহাটের চিতলমারীতে যমুনা ব্যাংক লিমিটেডের ৫৫তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা সদর বাজারের পোস্ট অফিসের সামনে বানিজ্যিক এলাকায় একটি দ্বিতল ভবনে এ উপশাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ। এ সময় তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের মানুষ মুগ্ধ হন।
সভায় যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হুমায়ুন কবির খান, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ বাবুল হোসেন খান, যমুনা ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা অঞ্চলের জোনাল অফিসার সাব্বির হোসেন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল খায়ের। #