চিতলমারীতে যমুনা ব্যাংকের ৫৫তম উপশাখা উদ্বোধন
বাগেরহাটের চিতলমারীতে যমুনা ব্যাংক লিমিটেডের ৫৫তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা সদর বাজারের পোস্ট অফিসের সামনে বানিজ্যিক এলাকায় একটি দ্বিতল ভবনে এ উপশাখা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ। এ সময় তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের মানুষ মুগ্ধ হন।
সভায় যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হুমায়ুন কবির খান, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ বাবুল হোসেন খান, যমুনা ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও খুলনা অঞ্চলের জোনাল অফিসার সাব্বির হোসেন খান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মোঃ আবুল খায়ের। #