চিতলমারীতে মুক্তিযোদ্ধাদের কাছে টাকা দাবী, না দেওয়ার জন্য ইউএনও’র ফেসবুকে স্ট্যাটাস

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা টাকা না দেওয়ার জন্য (টহড় ঈযরঃধষসধৎর) ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা তাঁর স্ট্যাটাস লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় চিতলমারীবাসী, ইউএনও চিতলমারীর নাম করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে ৬২,৫০০/- টাকা চাওয়া হচ্ছে। বিশেষত চরবানিয়ারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের কাছে আজ সকাল থেকে চাওয়া হচ্ছে জানতে পেরেছি। এই প্রতারককে ট্রেস করার চেষ্টা করা হচ্ছে। দয়া করে বিভ্রান্ত হবেন না। কোথাও টাকা না দেওয়ার অনুরোধ করছি। সরকারী কোন কাজে কখনই এভাবে টাকা চাওয়া হয় না।’

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা বলেন, শুক্রবার সকালে বিষয়টি জানতে পারি। এক ব্যাক্তি এসে আমাকে জানান। পরে খোঁজ নিয়ে দেখি কয়েকজনের কাছে একটি মুঠোফোন নাম্বার দিয়ে আমার নামে টাকা চাওয়া হয়েছে। আমি নাম্বারটি ট্রাকিং ও খোঁজ-খবর নেওয়ার জন্য থানার পরিদর্শক (ওসি) সাহেবকে বলেছি। #



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *