বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মো. দুখু মিয়া মোল্লাকে (৪২) গ্রেফতার করেছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বড়বাড়িয়া গ্রামের কাটাগাংকুল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দুখু মিয়া ওই এলাকার আজিম মোল্লার ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুখুকে গ্রেফতার করায় ওই এলাকার সর্বস্তরের মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ও বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির সহকারি পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ছদ্মবেশে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মো. দুখু মিয়া মোল্লাকে গ্রেফতার করেছে।
এ সময় তাঁর কাছ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুখু মিয়ার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। আটককৃতর বিরুদ্ধে সহকারি পরিদর্শক (এসআই) মুন্সি আনিচুর রহমানর বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরও একটি মামলা দায়ের করেছেন।