চিতলমারীতে মন্দিরের নির্মান কাজের উদ্বোধন


বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী কাশীকৃষ্ণ সেবা সংঘ মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন।
কাশীকৃষ্ণ সেবা সংঘের সাধারণ সম্পাদক নির্মল বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান, কাশীকৃষ্ণ সেবা সংঘটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ দিন মন্দিরের কাজ বন্ধ ছিল। সোমবার শুভ দিনে ঐতিহ্যবাহী এ সেবা সংঘ মন্দিরের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাশীকৃষ্ণ’র ছেলে সুরথেন্দু বিশ্বাস, এ্যাড. বলাই চাঁদ বিশ্বাস, কাশীকৃষ্ণ সেবা সংঘের সহ-সভাপতি নির্মল বিশ্বাস, কোষাধ্যক্ষ কৌশিক ব্রত বিশ্বাস, হিজলা ইউনিয়ন পরিষদের প্রভাষক বিদ্যুৎ বিশ্বাস, প্রধান শিক্ষক কিশোর বালা, শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস ও সদস্য জগদিশ চন্দ্র বসু প্রমূখ।