প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২২, ১২:৪৬ পূর্বাহ্ণ
চিতলমারীতে বিশেষ চাহিদা সম্পন্নদের বিদ্যালয় পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আড়–য়াবর্নী চরপাড়া শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দুপুর ১ টায় তাঁরা উপজেলার প্রত্যন্ত পল্লীর এ বিদ্যালয়ে গিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
পরিদর্শন দলে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম আলী আকবর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আড়–য়াবর্নী চরপাড়া শেখ রাসেল স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয়ের উপদেষ্টা প্রাণ কৃষ্ণ দত্ত ভগো, প্রতিষ্ঠাতা সভাপতি মো. হায়াত আলী হাওলাদার, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, শিক্ষক হাবিবুর রহমান, সাইদুর রহমান, পায়রা আক্তার, ফাতেমা আক্তার, মুক্তা আক্তার ও অভিভাবকেরা। #
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত