সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতে ১৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এ বছর করেনার স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। মোট ৭ দিন তুলে দেয়া হবে এই নতুন বই। এ উপলক্ষে শনিবার (০১ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় ৪৯ নং সুরশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম আলী আকবর।
বিদ্যালয়ের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এস এস সাগর, কপিল ঘোষ, বিদ্যালয়ের সাবেক সভাপতি মীর রফিকুল ইসলাম ও শিক্ষক মো. আইয়ুব আলী।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষিক কল্যানী রানী বাড়ৈ, সহকারি শিক্ষক কাবেরী দেবনাথ, আরিফা সুলতানা, লিলি মজুমদার ও জাকিয়া খানম। বই বিবরণ অনুষ্ঠানে শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া প্রতিশ্রæতি বাস্তবায়নের লক্ষে করেনার স্বাস্থ্য বিধি মেনে বই বিতরণ করছি। আমাদের হাতে শতভাগ বই পৌঁছে গেছে। আমাদের স্টোররুমে পর্যাপ্ত বই রয়েছে। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী আমরা বই পৌঁছে দিচ্ছি।