চিতলমারীতে প্রথম দিনে টিকা নিয়েছেন ১০৫ জন

বাগেরহাটের চিতলমারীতে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

উদ্বোধনের পর প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম। এরপর পর্যায়ক্রমে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ ম-ল, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী রাজনৈতিক নেতাসহ ১০৫ এ ভ্যাকসিন গ্রহণ করেন।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, ভ্যাকসিন প্রদান কার্যক্রমের প্রথম দিনে বিভিন্ন শ্রেণী-পেশার ১০৫ জনকে এ টিকা প্রদান করা হয়েছে। টিকা গ্রহণকারী সকলেই শারিরীক ভাবে সুস্থ আছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *