প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ
চিতলমারীতে পূবালী ব্যাংকের ৭৬তম উপ-শাখার উদ্বোধন
বাগেরহাটের চিতলমারীতে সর্বোচ্চ গ্রাহক সেবার প্রতিশ্রæতি নিয়ে দেশের বৃহৎ প্রাইভেট বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক লিমিটেডের ৭৬ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জুলাই) সকাল ১১ টায় চিতলমারী থানা গেটের সামনে কাজী লামিয়া ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শাখাটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান।
পূবালী ব্যাংক বাগেরহাট শাখা ব্যাবস্থাপক কে এম রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যাবস্থাপক ও খুলনা শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও খুলনা শেখপাড়া বাজার শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, খুলনা আঞ্চলিক কার্যালয়ের অফিসার ফারিয়া ফেরদাউস ও ডেপুটি জুনিয়র অফিসার সানজিদা শবনম।
এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ আনিচুর রহমান, ব্যবসায়ী শেখ হাফিজুর রহমান ও চিতলমারী উপ-শাখার ভবন মালিক কাজী মফিজুল ইসলাম প্রমুখ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত