বাগেরহাটের চিতলমারীতে মোঃ মিরাজুল শেখ (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।
মিরাজুল আলীপুর গ্রামের মোশারফ শেখের ছেলে। পরিবারে বরাত দিয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, মোশারফ শেখ তার পরিবার নিয়ে কালশিরা গ্রামের একটি চিংড়ি ঘেরের পাড়ে থাকেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার তিন বছরের ছেলে মোঃ মিরাজুল শেখ ঘেরের পানিতে পড়ে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতলে আনার পথে তার মত্যু হয়।