চিতলমারীতে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮ টায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শৈলদাহ-বাকপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূইয়া হেমায়েত উদ্দীন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক হাওলাদার মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ শেখ বাদশা মিয়া।
বক্তারা আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে দল-মত নির্বিশেষে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ বাদশা মিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার আহবান জানান।
নির্বাচনী সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা মোঃ আলম শেখ ও সঞ্চালনায় ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তানভীর আহমেদ মাটি।