চিতলমারীতে নিয়ম নীতি মানায় ফুলের শুভেচ্ছা


বাগেরহাটের চিতলমারীতে রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলর বিরুদ্ধে থানা পুলিশ অভিযানে নেমেছে। গত দুই দিনে এখানের বেশ কয়েকটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে।
সেই সাথে বৈধ্য কাগজপত্র ও নিয়মনীতি মেনে চলায় শতাধিক মোটরসাইকেল আরোহীকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুলের শুভেচছা জানিয়েছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, মানুষ দুই-তিন লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছেন। অথচ সাত-আট হাজার টাকা দিয়ে গাড়ির রেজিষ্ট্রেশন করছেন না। এতে সারকারের বিশাল রাজস্ব ফাঁকি হচ্ছে।
এ ছাড়া অনেক সময় অপরাধীরা রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলের মাধ্যমে অপরাধ সংগঠিত করে। তাই ওই সকল অপরাধীদের সনাক্ত করতে ও সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষে চিতলমারী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
ওসি আরও জানান, চিতলমারী থানায় গরু চুরি বন্ধের লক্ষে মেইন রোড ছাড়া উপজেলার সকল রাস্তায় রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত খালি পিকআপ, নছিমন ও গরু বহন করতে পারে এই ধরনের যানবাহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।