বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অঞ্জলী রাণী দেউড়ি (৫২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে আড়–য়াবর্নী গ্রামের একটি ভাড়া বাড়ির দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। মৃত অঞ্জলী রাণী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স এবং মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার হোগলাপাশা গ্রামের সঞ্জীব কুমার হালদারের স্ত্রী।
চিতলমারী থানার সেকেন্ড অফিসার এসআই সঞ্জয় কুমার দে বলেন, প্রতিবেশীদের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় দরজা ভেঙ্গে ঘরের মেঝ (ফ্লোর) থেকে অঞ্জলী রাণী দেউড়ির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, অঞ্জলী রাণী দেউড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার উচ্চরক্তচাপ ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি রাতে হৃদযন্ত্রের ক্রিয়া (হার্ট এ্যাটাক) বন্ধ হয়ে মারা গেছেন।