চিতলমারীতে জাতীয় শোক দিবস পালন
বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কোরানখানি, মিলাদ মাহফিল ও সকল শহীদের আত্মার শান্তি কমানায় বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাবুল হোসেন খান। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামিম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম সোহেল, সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম অহিদুজ্জামান, যুবলীগ নেতা রবিউল ইসলাম খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি ও সাধারন সম্পাদক রবীন হীরা প্রমুখ।