চিতলমারীতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে সুপারি গাছ থেকে পড়ে মানিক মোল্লা (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় পাটরপাড়া গ্রামের টুলু বিশ্বাসের সুপারি বাগানে এ দূর্ঘটনা ঘটে। মৃত মানিক মোল্লা পাটরপাড়া এলাকার কবির মোল্লার ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পাটরপাড়া গ্রামের কবির বিশ্বাস, নাজমুল মোল্লা, ফোরকান তালুকদার ও পান্নু বিশ্বাস জানান, শিশু মানিক মোল্লা এলাকার মানুষের গাছ থেকে সুপারি পেড়ে দিত। বুধবার সকালে সে কয়েকজনের গাছের সুপারি পাড়ে। পরে টুলু বিশ্বাসের গাছের সুপারি পাড়তে গাছে উঠলে গাছটি গাড়া থেকে ভেঙ্গে যায়। এ সময় মানিক ছিটকে একটি টিউবয়েলের পাকার উপর পড়ে। পরে থাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
প্রসংগত, মানিকের বাবা কবির মোল্লা পেশায় একজন ভ্যান চালক, মা কাজলী বেগম ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরী করেন। মানিকের ৮ বছর বয়সী হুসাইন নামের একটি ছোট ভাই রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *