বাগেরহাটের চিতলমারীতে উপজেলা কৃষক লীগের সভা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় চিতলমারী উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাণ কৃষ্ণ দত্ত ভগো।
এ সময় বাগেরহাট জেলা কৃষক লীগ সভাপতি আবুল হাশেম শিপনের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. মনি মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, শেখ মোহাম্মদ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান, বন ও পরিবেশ সম্পাদক আসাদুজ্জান টুকু, প্রচার সম্পাদক শিকদার ইলিয়াস হোসেন, সহ-প্রচার সম্পাদক এনসি দাস নয়ন, চিতলমারী উপজেলা কৃষক লীগ নেতা বিবেক সমাদ্দার ও সাবেক ছাত্রলীগ সভাপতি এসএম অহিদুজ্জামান প্রমূখ। #