বাগেরহাটের চিতলমারীতে কমরেড রেজাউল করিমের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়াম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চিতলমারী সিপিবি কমিটির সভাপতি কমরেড সুনীল কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের নেতা কমরেড কাজী সোহরাব হোসেন, সহ সভাপতি কমরেড মৃন্ময় মন্ডল, চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ,শিক্ষাবিদ , আম লীগের সংগ্রামী নেতা পীযূষ কান্তি রায়,যুবলীগের আহব্বাহ নজরুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্ন, ঐক্য ন্যাপের নেতা শৈলেন্দ্রনাথ মন্ডল, মুক্তিযোদ্ধা মোঃ জান্নাত আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ফখরুল আলম জুয়েল। কমরেড রেজাউল করিম চিতলমারী উপজেলার গ্রামের হাজার ১৯৫৬ সালে ০১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন।তিনি ১৯৮৬ সাল থেকে বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির ৪বার সাধারণ সম্পাদক এবং ১ বার সভাপতির দায়িত্ব পালন করেন।
হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে গত ২০২০ সালে নভেম্বরের ২৫ তারিখে তার বাগেরহাটের বাসায় মৃত্যুবরণ।মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।তার শোক সভায় নেতাকমর্মীরা শোকাহত পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করেন এবং বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করেন৷