চিতলমারীতে ঐতিহাসিক ৭ মার্চের প্রস্তুতি সভা
বাগেরহাটের চিতলমারীতে ঐতিহাসিক ৭ ই মার্চ, জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমান, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, চিতলমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রদীপ মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।