চিতলমারীতে এবার নার্স ও ব্যাংকারের করোনা শনাক্ত

চিতলমারীতে

বাগেরহাটের চিতলমারীতে এবার এক নার্স ও ব্যাংকারের করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের টেস্টে তাদের করোনা পজেটিভ এসেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা শনাক্ত দুইজন হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স শ্যামা মজুমদার (২৮) ও বেসিক ব্যাংক স্টাফ শফিকুল ইসলাম (৩৫)।

এ ঘটনায় শফিকুলের বাসা লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান উপস্থিত ছিলেন। শ্যামা মজুমদার তার নিজ বাসায় থেকে চিকিৎসা গ্রহন করছেন।

গত মঙ্গলবার উপজেলার প্রথম সারির করোনা যোদ্ধা ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেনসহ ৩ জনের করেনা শনাক্ত হয়



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *