চিতলমারীতে একইদিনে চারজনের আত্মহত্যার চেষ্টা

বাগেরহাটের চিতলমারীতে একইদিনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও গৃহবধূসহ বিষপান করে চারজন আত্মহত্যার চেষ্টা করেছেন। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাঁদেরকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পারিবারিক কলহ, প্রেমে ব্যার্থতায় হতাশাগ্রস্ত হয়ে তাঁরা আত্মহুতির এ পথ বেছে নিতে চেয়েছিল বলে জানা গেছে।
বিষপান করা রোগীরা হলেন, উপজেলার শিবপুর ই্উনিয়নের কলিগাতী গ্রামের অহিদুজ্জামান শেখ (২৫), গোড়ানালুয়ার গ্রামের বিশ্ববিদ্যালয় ছাত্রী পলি মজুমদার (২২), চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের রামিম শেখ (১৮) ও পার্শ্ববর্তী উপজেলা নাজিরপুরের বাগাজোড়া গ্রামের গৃহবধূ তহমিনা আক্তার (২৩)।
মঙ্গলবার (১ ফেব্রæয়ারী) দুপুরে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক তানিয়া অধিকারী জানান, গত ২৪ ঘন্টায় বিষপান করে হাসপাতালে ৪জন রোগী ভর্তি হয়েছে। তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *