চিতলমারীতে ইয়াবাসহ দুই যুবক আটক


বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ মো. মাসুদ মোল্লা (৩৫) ও মো. শহিদুল শেখ (৩৮) নামে দুই যুবককে ইয়াবাসহ আটক করেছেন। বৃস্পতিবার (১৭ ফেব্রæয়ারী) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মো. মাসুদ মোল্লা উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের নুর মোহাম্মদ মোল্লা ও মো. শহিদুল শেখ একই গ্রামের মবজেল শেখের পুত্র। বুধবার বিকেলে তাঁদেরকে পরানপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশ ৩০ পিচ ই্য়াবা ও ২০ হাজার টাকাসহ উদ্ধার করেন।
থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে ৩০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ২০ হাজার টাকাসহ মাদক বিক্রেতা মাসুদ মোল্লা এবং শহিদুল শেখকে আটক করা হয়েছে। থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার মন্ডল বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। বৃস্পতিবার সকালে আসামীদের আদালতে পাঠানো হয়েছে। #