বাগেরহাটের চিতলমারীতে মুজিববর্ষে ৫০টি আশ্রয়হীন পরিবার বুঝে পেলেন নতুন ঠিকানা। এতদিন যাদের নিজের জায়গা ছিলনা, ছিলনা একটু মাথা গোঁজার ঠিকানা। আজ সে জমিসহ ঘরের মালিক। রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহারে উপজেলার পরিষদ হলরুমে আবেগে ভেজা এক সিক্ত পরিবেশের সৃষ্টি হয়। সারাদেশে একযোগে ভিডিও কনফারেনন্সের মাধ্যমে ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে দৃষ্টিনন্দন এ বসত ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে প্রদান করেন।
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে চিতলমারীর উপজেলার ৫০টি পরিবারের হাতে দুই শতক জমির দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়। এ সময় তারা এই ঘর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুন হাসান, ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেন, শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান ও সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় প্রমূখ।