চিতলমারীতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর নির্বাচনী সভা
বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের চেয়াম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীনের নির্বাচনী সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় সদর ইউনিয়ন কালশিরা-ভেন্নাবাড়ি মোড়ে এ নির্বাচনী সভা হয়।
এ সময় নৌকা প্রতীক বিজয়ী’র লক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিধান চন্দ্র ব্রহ্ম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরৎ চন্দ্র মজুমদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালিপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকুমার মÐল, ৬ নং ওয়ার্ডের সভাপতি পরিমল ব্রহ্ম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমুখ।
নির্বাচনী সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন বলেন, সদর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক বিজয়ী করতে হবে। আমি নৌকা প্রতীকের বিজয় অক্ষুণœ রাখতে ভোটারদের ভোট ও ইউনিয়নবাসীর দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করি।
সভা শেষে একটি নির্বাচনী মিছিল ভেন্নাবাড়ি মোড় থেকে পাগল মার্কেট পর্যন্ত এসে শেষ হয়।