চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আবার ও মানবিক গুণের পরিচয় দিলেন।চিকিৎসার অভাবে একটি শিশু বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি কর ছিলেন। শুধু টাকার অভাবে চিৎকিসা করতে ব্যার্থ হয় শিশুটির পরিবার। ঠিক সেই সময় পাশে এসে দাঁড়ালেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার বঞ্চিত শিশুকে ঔষধ ক্রয় করে তার পরিবারের হাতে কিছু নগত অর্থ প্রদান করে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা সদর থানাধীন গোরস্তানপাড়াস্থ মোছাঃ আন্নি খাতুন এর শিশু বাচ্চা অসুস্থ্য হয়ে ডাক্তারের শরণাপন্ন হন। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার আইডলের মত হাজির হলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের। পুলিশ সুপারের অফিস কক্ষে উপস্থিত হয়ে জানান যে, টাকার অভাবে তার শিশুর ঔষধ ক্রয় করতে পারছেন না। তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল ঔষধ ক্রয় করে অন্নি খাতুন এর শিশু বাচ্চাকে উপহার দেন। পুলিশ সুপার মহোদয়ের এমন মহানুভবতায় অন্নি খাতুন আবেগে কান্নায় ভেঙে পড়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সহনাতীতে ।