চলে গেলেন সময় টিভির সাংবাদিক আমীর হামজা

চলে গেলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্য ও সময় টিভির গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার সাংবাদিক আমীর হামজা।

ঢাকায় বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আজ ১০ অক্টোবর বিকালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।। আমীর হামজা দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছিলেন।

তার অকাল মৃত্যুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি ফরিদ আহমেদ, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজু, সিনিয়র সাংবাদিক এস এম জাহাঙ্গীর হোসেন, আহম্মদ আলী খান, সাংবাদিক কে এম শফিকুর রহমান, কে এম সাইফুর রহমান, কাজী সেলিম নয়ন, দৈনিক শতবর্ষ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তরিকুল ইসলাম তরিক সহ প্রেস ক্লাব গোপালগঞ্জের সকল সদস্য, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনায় শান্তি কামনা করেন।

এদিকে আমীর হামজার অকাল মৃত্যুতে জিইউজে পরিবার গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টায় গোপালগঞ্জ মিয়াপাড়া কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে এসময় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন মরহুমের পরিবার।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *