চলতি বছরের দূর্গা পুজার সিদ্ধান্ত।


হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পুজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার মহামারি থেকে বাঁচতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত বলেছেন যে, এবারের পুজার কার্যক্রম থাকবে মন্দিরে সীমাবদ্ধ, কোন আলোকসজ্জা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো বন্ধ থাকবে। ১১ আগষ্ট মঙ্গলবার, হিন্দু ধর্মের বৃহৎ অনুষ্ঠান জন্মাষ্ঠামী ও সীমিত আকারে পালন করা হবে। জন্মাষ্টামীতে বড় কোন সমাবেশ, শোভা যাত্রা করা যাবে না। সাস্থ্যবিধি মেনে মন্দিরের ভিতরে পুজার সকল কার্যক্রম পরিচালনা করা যাবে। এবারে দূর্গা পুজায় খোলা যায়গায় অস্থায়ী প্যান্ডেলে সাস্থ্য বিধি অনুুসরন করার বিষয়ে সংস্লিষ্ট আয়োজকদের অনুমতি নিতে হবে। হিন্দু পঞ্জিকা মতে এবারের পুজার আনুষ্টানিকতা শুরু হবে ২৩ অক্টোবর মহা সপ্তমির মধ্যদিয়ে শুরু হবে পুজার মূল আনুষ্টানিকতা।